স্টাফ রিপোর্টার:
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সহধর্মিণী ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের মা জাহানারা জামানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ যোহর নগরভবন মসজিদে জাহানারা জামানের আত্মার মাগফিরাত কামনা করে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সোনাদীঘি জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মোঃ মামুনুর রশীদ।
দোয়া মাহফিলে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন আনার ১৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বেলাল আহম্মেদ, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আশরাফুল হাসান বাচ্চু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামাল হোসেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রুহুল আমিন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মতিউর রহমান, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবদুস সোবাহান, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাসুদ রানা, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোঃ রেজাউল করিম, প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হকসহ রাসিকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।