স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে সড়ক দুর্ঘটনায় জাহিদ হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে নগরীর কাজলা এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। জাহিদ নগরীর লক্ষীপুরে অবস্থিত একটি ক্লিনিকের মালিক।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলযোগে জাহিদ নগরীর কাজলা এলাকার মূল রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পথে মূল গেটের রাস্তায় পৌঁছালে একটি সিএনজির সাথে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের লাশ হাসপাতালের মর্গে নেওয়া হয়।
এ বিষয়ে মতিহার থানার ওসি তদন্ত মাহবুব আলম বলেন, বিষয়টি শুনেছি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।