স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর এলাকায় প্রায় ৬৩ হাজার ও জেলায় প্রায় ২ লাখ ৯০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে মহানগরে ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ৯৭৬ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৪ হাজার ৯৭৭ জন শিশুকে এবং জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ২৯৯ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৬১ হাজার ৫’শ ৫০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং মহানগরের ৩০টি ওয়ার্ড কার্যালয়ে রাত ৮টা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
আজ সকালে ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম (সরকার) নিজ কার্যালয়ে এই ভিটামিন এ ক্যাপসুল এর উদ্বোধন করেন।
এবার দেশে তৈরি ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের খাওয়ানো হচ্ছে। তবে এবারও বাদ পাড়া শিশুদের পরবর্তী সময়ে ক্যাপসুল খাওয়ানোর জন্য আর কোনো সুযোগ নেই।