প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী মহানগরীর মোল্লাপাড়া বায়তুল মামুর জামে মসজিদ উন্নয়নে ১ লাখ টাকা অনুদান দিয়েছে জেলা পরিষদ। এর মধ্যে প্রথম কিস্তির ৫০ হাজার টাকা চেক হস্তান্তর করা হয়েছে। রোববার দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার তার কার্যালয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের কাছে চেক হস্তান্তর করেন।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প হিসেবে মসজিদটিতে অর্থ বরাদ্দ করা হয়। প্রথম কিস্তির টাকায় কাজ শেষে দ্বিতীয় কিস্তিতে অবশিষ্ট টাকা দেয়া হবে মসজিদটিকে। প্রথম কিস্তির চেক হস্তান্তরের সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বদরুজ্জামান রবু মিয়া, জেলা পরিষদের হিসাবরক্ষক খন্দকার আফজালুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।