বাগমারার বানইলে বন্যপ্রাণী বানর উদ্ধার

রাজশাহী লীড

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের ৬ নং ওযার্ডের বানইল গ্রাম থেকে শনিবার একটি বন্যপ্রাণী বানর উদ্ধার করেন এলাবাসি। শনিবার সকাল ৮ টাই বানইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিন পাশ্বের বাঁশ ঝাঁড়ে বানরটিকে দেখা গেলে এলাকার অনেক লোকজন ছুটে আসেন বানর দেখতে।

পরে ঐ এলাকার ছেলে আনন্দ টিভির সিটি রিপোর্টার আবু সাইদ ও কৃষি ব্যাংক কর্মকর্তা  শফিকুল ইসলামের নেতৃত্বে প্রায় ৪থেকে ৫শ লোকজন মিলে সাড়ে পাঁচ ঘন্টার অভিযান শেষে দুপুর দেড়টাই বানরটিকে ধরতে সক্ষম হন। বানরটির ওজন প্রায় ৮থেকে১০ কেজি।এবাং বানরটিকে ( পুরুষ) বানর বলে চিহ্নিত করা হয়েছে। বানরটি উদ্ধার কাজে যারা ছিলেন তারা হলেন হাসান আলী,বোরহান উদ্দিন, জাহাঙ্গীর আলম,রফিকুল ইসলাম,রেজাউল করিম,আবু বাক্কার, মাসুদ রানা,মহব্বত আলী,সুরাত আলী,আঃ মতিন,এমরান আলী প্রমুখ।

তবে কি ভাবে এখানে বানরটি আসেছে তা কেউই জানেন না বলে জানা এলাবাসি। এবিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন বানরটি ধরে রাখার জন্য এলাকাবাসিকে সাদুবাদ জনিয়েছেন,  এবং বিষয়টি বন বিভাগের উর্ধতন কর্মকর্তাকে জিনিয়েছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *