বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরে বাগাতিপাড়ায় বালু বোঝাই ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী শামিম (৩০) গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খন্দকার মালঞ্চি গ্রামীন সড়কে এই দূর্ঘটনা ঘটে। আহত মটরসাইকেল আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত শামিম খন্দকার মালঞ্চি গ্রামের ছানাউল্লার ছেলে। মটর সাইকেলে থাকা অপর আরোহী মজনু (৩১) স্থানীয়ভাবে চিকিৎসা নেন। স্থানীয় আনিছুর রহমান দাবী করেন, একটি বালু বোঝাই ট্রাক মটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। চেষ্টা করেও ট্রাকটিকে থামানো যায় নি।
এব্যাপারে নাটোর সদর হাসপাতালের আবাশিক মেডিকেল অফিসার মাহাবুব হোসেন বলেন, ‘দূর্ঘটনায় আহত শামিমের অতিরিক্ত রক্ত খরণ হচ্ছিলো। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার এসআই মইনুল হক বলেন, ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী আহতের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আহত শামিম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পালিয়ে যাওয়া ট্রাকটি আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।