স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাটের হলিদাগাছী স্টেশন এলাকায় মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রেন লাইনচ্যুত হওয়ায় রাজশাহীর সঙ্গে ঢাকাসহ সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। লাইনচ্যুত মালবাহী ট্রেনটি উদ্ধারে কাজ শুরু করেছে রিলিফ ট্রেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ের সুপারিনটেনডেন্ট গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, লাইনচ্যুত হওয়া ট্রেনটি উদ্ধার তৎপরতা চলছে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজে অংশ নিয়েছে।
গোলাম মোস্তফা জানান, শনিবার রাতে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মালবাহী একটি ট্রেন চারঘাটের হলিদাগাছী স্টেশনের ৫০০ গজ পশ্চিমে লাইনচ্যুত হয়। এ ঘটনার পরে রাজশাহী থেকে আর কোনো ট্রেন ছেড়ে যেতে পারেনি। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে শত শত যাত্রী। নির্দিষ্ট সময়ে ট্রেন না ছাড়তে পারায় রাজশাহী স্টেশনে আটকা পড়েছে যাত্রীরা।
এদিকে চারঘাটে ট্রেন লাইনচ্যুতের পরে রাজশাহী থেকে রোববার সকালে ঢাকাগামী সিল্কসিটি, খুলনাগামী সাগরদাঁড়ি, চিলাহাটিগামী তিতুমীর ট্রেনও গন্তব্যস্থলের দিকে রওনা হতে পারেনি।