স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর মহিষবাথান উত্তর পাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে সেলিনা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে জিআরপি থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
রাজশাহী জিআরপি থানার ওসি সাইদ ইকবাল জানান, মহিষবাথান উত্তরপাড়ার শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সকালে ওই এলাকা দিয়ে ট্রেন যাওয়ার পথে সেলিনা বেগম কাটা পড়েন। এতে দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে ওসি বলেন, ‘ট্রেন আসা দেখে তিনি লাইনের উপর মাথা দিয়ে শুয়ে পড়েন। এ থেকে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।’
নিহতের পরিবারের বরাদ দিয়ে ওসি সাইদ ইকবাল আরও বলেন, ‘নিহত সেলিনা বেগম দুইদিন বাড়ি থেকে বেড়িয়ে যায়। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পারিবারিক কলহের জের ধরে তিনি বাড়ি থেকে চলে গিয়েছিলেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’