স্টাফ রিপোর্টার: শহীদ এএইচএম কামারুজ্জামান ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর পুরস্কার বিতরণ করেছেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সুযোগ্য সন্তান, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শুক্রবার রাতে উপশহর ঈদগাহ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মেয়র ফাইনাল খেলায় বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফিসহ অন্যান্য পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আবারো খেলাধূলায় চাঞ্চল ফিরেছে রাজশাহীতে। এটি আরো বাড়ানো হবে। খেলাধূলার ব্যাপারে সার্বিক সহযোগিতা অব্যহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, ১৪ নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দরবেশ আলী চিশ্তী, সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন খালেক। সভাপতিত্ব করেন যুবলীগ নেতা মিম কবীর।