বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী সেকেন্দার রহমান ও স্বতন্ত্র প্রার্থী অহিদুল ইসলাম গকুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার রাত সাড়ে সাতটার পরে উপজেলার তমালতলা ও জিগরী বাজার এলাকায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
জানা যায় ঘটনার সময় দুই বাজারে নৌকা ও আনারস প্রতীকের নির্বাচনী কার্যালয় ভাংচুর, ৫টি মোটরসাইকেল ভাংচুর, ১টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও একজনের বাড়িতে হামলা হয়েছে। ঘটনার পর পুলিশ সেখানে গেলে পরিস্থিতি শান্ত হয়।
এদিকে, দুই বাজারে পৃথক সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ। তবে তাদের পরিচয় জানানো যায়নি। এদের মধ্যে দুজন বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। তবে তারা স্বতন্ত্র প্রার্থী স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের সহদর অহিদুল ইসলাম গোকুলের সমর্থক বলে জানা যায়।
এব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ পিপি সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কি কারণে এমন ঘটনা ঘটেছে, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।