স্টাফ রিপোর্টার: ভাবনাহীন ভবিষ্যত গড়ার উদেশ্যে ‘ফরএভার লিভিং প্রডাক্টস’ কোম্পানি শনিবার (২ মার্চ) বিকেল ৪ টায় হোটেল মুক্তা ইন্টারন্যাশনাল এ অ্যামেরিকান কোম্পানী ‘ফরএভার লিভিং প্রোডাক্টস’ এর ট্রেনার মোটিভেট ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রজেক্টরের মাধ্যমে কোম্পানির প্রডাক্টের গুনাবলি ও প্রয়োজনীয়তা সহ বিভিন্ন বিষয়ের উপর ভিডিও প্রদর্শন ও আলোচনার মাধ্যমে এফবিওদের প্রশিক্ষন প্রদান করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ম্যানেজার হামুদুর রহমান সজল এবং ম্যানেজার মো: সুমন ইসলাম এবং টেনার মোটিভেট বক্তব্য দেন এফবিও সদস্য মোঃ রুহুল আমিন রবিন।
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘ফরএভার’ এফবিও সদস্য ও অন্যান্য সদস্যরা।
তারা বলেন, ৪১ বছরের অভিজ্ঞাত সম্পূর্ণ বিশ্বের সুনামধন্য অ্যামেরিকান কোম্পানী ফরেভার লিভিং প্রোডাক্ট ১৯৭৮ সালে যাত্রা শুরু করে।এরই ধারাবাহিকতাই বর্তমানে ১৭০টি দেশে ফরেভার এর পন্য সরাবরাহ করে থাকে এবং পৃথিবীর প্রায় সব দেশে এ্যালোভেরা সাপ্লাই দেই এই কোম্পানী।এছাড়াও ফরেভারের বেশিরভাগ পণ্যে বিশেষ উপাদান হিসেবে ব্যবহৃত হয় ‘এ্যালোভেরা’।’ফরএভার এলোভেরা জেল’ শরীরের সকল খারাপ রোগ, জিবাণু নষ্ট করে শরীর কে সুস্থ ও সুন্দর রাখতে চেষ্টা করে।