বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, রাসেল ও মরিয়ম দম্পতি গ্রেপ্তার

রাজশাহী লীড

রাজশাহী নগরীর একটি ফ্ল্যাটের ফুলদানির ভেতর থেকে ৮৮০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মো. রাসেল (৩৮) ও মরিয়ম বেগম (৩০)।

বুধবার দিবাগত রাতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান চালায়। গ্রেপ্তার দম্পতি নগরীর উপশহরের ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ১৭৭ নম্বর বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নগর ডিবি পুলিশের উপ-কমিশনার (ডিসি) আবু আহমেদ আল মামুন জানান, রাসেলের গ্রামের বাড়ি জেলার গোদাগাড়ী উপজেলার তালতলা গ্রামে। তার বাবার নাম লুৎফর রহমান। আর তার স্ত্রী মরিয়ম গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লার এরফান আলীর মেয়ে।

মামুন জানান, রাসেল একজন কুখ্যাত মাদক কারবারি। ট্রাকের সামান্য হেলপার থেকে তিনি কোটিপতি। এখন চারটি ট্রাকও আছে। এর আগে তিনি টাঙ্গাইলে ইয়াবাসহ ধরা পড়েছিলেন। জামিনে জেল থেকে বেরিয়ে তিনি উপশহরের বিলাসবহুল এই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন।

ফ্ল্যাটে ইয়াবা থাকার খবর নিশ্চিত হয়ে সেখানে অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ফুলদানির ভেতর মেলে ইয়াবা। এ সময় এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *