চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা আর নেই

বিনোদন লীড

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাত (১৮ সেপ্টেম্বর) ১টার কিছু পরে রাজধানীর ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন অপু বিশ্বাস নিজেই।

জানা গেছে, সম্প্রতি স্ট্রোক করলে রাজধানীর এই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় শেফালি বিশ্বাসকে। চিকিৎসকরা জানান, তার ফুসফুসে পানি জমেছে।

দুদিন আগে শারীরিক অবস্থার অবনতি ঘটলে শেফালি বিশ্বাসকে হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়।

অপু বিশ্বাস বলেন, ‌‘আমার মা যদি কখনও কাউকে কষ্ট দিয়ে থাকেন, অনুগ্রহ করে ক্ষমা করে দেবেন। যারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, মেসেজ দিয়ে আমাকে সান্ত্বনা দিচ্ছেন, তাদের কাছে আমি চির কৃতজ্ঞ। মায়ের জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন সবাই।’

এদিকে অপু বিশ্বাসের সহকারী সজল জানিয়েছেন, শেফালি বিশ্বাসের মরদেহ নিয়ে বগুড়া যাওয়া হচ্ছে। সেখানেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, অপু বিশ্বাসের বাবার নাম উপেন্দ্রনাথ বিশ্বাস।

উপেন্দ্রনাথ বিশ্বাস-শেফালি বিশ্বাস দম্পতির তিন মেয়ে ও এক ছেলে রয়েছেন। তাদের মধ্যে সবার ছোট অপু বিশ্বাস। সূত্র: বাংলা ট্রিবিউন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *