প্রায় ৫/৬ শত মোটরসাইকেল নিয়ে নির্বাচনী শোডাউন দিলেন নওগাঁ মান্দা উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুবা সিদ্দিকা(রুমা)।আজ সোমবার দুপুরে নির্বাচনী এলাকার আওয়ামী লীগের নেতাকর্মী ও তার সমর্থকদের নিয়ে তিনি এই শোডাউন দেন।
শোডাউনটি প্রসাদপুর বাজার থেকে শুরু হয়ে সাতবাড়িয়া, সতিহাট ভোলা বাজার, মৈনম সিংগীহাট, পাঁজরভাঙ্গা পলাশবাড়ীসহ উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে প্রসাদপুর বাজার রেবা-আক্তার মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়। মাহবুবা সিদ্দিকা(রুমা) আসন্ন ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন ।
শোডউন শেষে সকলের কাছে দোয়া চান এবং বলেন নির্বাচিত হয়ে সকলের জন্য কাজ করে মান্দা উপজেলার উন্নয়ন করতে চাই।