চ্যালেঞ্জ করে দেশের উন্নয়ন করছেন প্রধানমন্ত্রী : মেয়র লিটন

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন করছেন। নিজেদের অর্থায়নে পদ্মা সেতু হচ্ছে, মানুষের দৌড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দিতে ইউনিয়ন পর্যায়ে সাড়ে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। চ্যালেঞ্জ করে দেশের উন্নয়ন করছেন প্রধানমন্ত্রী।

মেয়র আজ রাজশাহী বিশ^বিদ্যালয়ের সিনেট ভবনে ইয়ুথ পার্লামেন্ট টু এক্সপ্লোর ফিউচার বাংলাদেশ এর ৭তম অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।

মেয়র বলেন, যুব সমাজ আগামীতে দেশের হাল ধরবে। এ যুব সমাজকে নানাভাবে স্বাবলম্বী করতে এবং বিপথগামী হওয়া থেকে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। যুব সমাজকে হবে।

মেয়র আরো বলেন, স্লোতের বাহিরে হিয়ে ধ্রুবতারা সংগঠন যুবকদের নিয়ে যে কাজ করছে, তা প্রশংসার দাবিদার। সংগঠনটি আরো বড় পরিসরে এ কাজ করুক। প্রয়োজন হলে তাদের সার্বিক সহযোগিতা করবো।

রাজশাহীর উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে দুইটি ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে। শিল্পাঞ্চল প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে তিনটি শিল্পজোন অনুমোদন দিয়েছেন। শিল্পায়ন প্রতিষ্ঠা হলে অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া রাজশাহীতে বঙ্গবন্ধু হাইটেক পার্কের কাজ চলছে। এখানে ১৪ হাজার ছেলে-মেয়ের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। যুব সংসদের অধিবেশনে রাষ্ট্রপতি হিসেবে ছিলেন এ্যাডভোকেট সুলতানা কামাল। যুব স্পিকার ছিলেন ধ্রুবতারা সংগঠনের সাধারণ সম্পাদক অমিয় প্রাপন চক্রবর্তী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *