বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় মাদ্রকদ্রব্য সেবনের অপরাধে সেন্টু আলী (৩৫) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা এ রায় প্রদান করেন । দন্ডপ্রাপ্ত সেন্টু আলী নাটোর জেলার লালপুর থানার মহোরকয়া গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে।
অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী জানান, মাদকদ্রব্য সেবন করে গনউপদ্রবের অভিযোগে তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ওই রায় দেন আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। শুক্রবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।