নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলার দক্ষিণ নূরুল্লাবাদ গ্রামের মৃত মহির উদ্দিন এর ছেলে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক (বাচ্চু) ৭০ আজ বুধবার বেলা আনুমানিক ১২ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যু কালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে সহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে যান ।
পারিবারিক ভাবে জানা গেছে তিনি দৃঘদিন যাবত বিভিন্ন রোগে ভুগছিলেন। মূরহুমের নামাজের জানাজা নূরুল্লাবাদ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) জনাব এস, এম হাবিবুল হাসান, উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আফসার আলী, ১০ নং নূরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, মান্দা থানার পুলিশের এসআই আব্দুল মালেক এর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা মৃত মোজাম্মেল হক (বাচ্চু ) কে গার্ড অফ আনার প্রদান করা হয়।