খাশোগিকে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছে সৌদি আরব

আন্তর্জাতিক

সৌদি আরবের কনস্যুলেট ভবনের ভেতর সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছে সৌদি আরব। তবে তিনি কিলঘুষি-মারামারিতে প্রাণ হারিয়েছেন বলে দাবি রিয়াদের।

এর আগে সৌদি আরব দাবি করেছিল খাশোগি দূতাবাস থেকে বেরিয়ে গেছেন।

তুরস্ক অবশ্য প্রথম থেকেই দাবি করছিল, তাকে কনস্যুলেটে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় সৌদি গোয়েন্দা সংস্থার ডেপুটি প্রধানসহ পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। পাশাপাশি সৌদির ১৮ ‘নাগরিক’কে আটক করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *