বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ৮ম শ্রেণির এক ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা। উপজেলার বাউসা তেনাচুরা গ্রামের আতাউর রহমানের বাড়িতে গিয়ে তার মেয়ে আখি খাতুনের বিয়ে বন্ধ করে দেন শিক্ষার্থীরা। আখি খাতুন উপজেলার বাউসা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। শনিবার (০৯-০৩-১৯) বিয়ের প্রস্তুতিকালে তার বিয়ে বন্ধ করে দেন বাউসা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বাউসা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, বাল্য বিয়ের খবর পেয়ে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করতে বলে। এ সময় মেয়ের বাবা হাসুয়া নিয়ে শিক্ষার্থীদের আক্রমন করে। ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীরা বাঘা থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে বাল্য বিয়ে দিবেন না বলে মুচলেকা দেন ছাত্রীর বাবা। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী বিষয়টি নিশ্চিত কেেছন।
শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন,দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেও এ ধরনের ভ’মিকা রাখলে সমাজে বাল্য বিয়ের প্রবনতা অনেক কমে যাবে।