বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় মৎস্য অধিদপ্তরের নিষেধ থাকা সত্ত্বেও প্রজনন মৌসুমে পদ্মায় মা ইলিশ শিকার করার অপরাধে ৮ জেলের প্রত্যককে নগদ ২ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। শনিবার (২০-১০-১৮) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্তারা হলো- উপজেলার পদ্মার তীরবর্তী চকরাজাপুর,মীরগঞ্জ ও আলাইপুর এলাকার হাসেম আলী, মজিবর রহমান, মোজাম হোসেন, জামাত আলী, ইউসুফ আলী, রফিুল ইসলাম রফি, আব্দুর রহিম,ও আলাল উদ্দীন।
শুক্রবার রাতে ও শনিবার সকালে পদ্মায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মৎস্য অফিসার আমিরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।