স্টাফ রিপোর্টার: উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহীর আটটি উপজেলায় আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। দুর্গাপুরে বিজয়ী হয়েছেন নজরুল ইসলাম, গোদাগাড়ীতে জাহাঙ্গীর আলম, বাগমারায় অনিল কুমার সরকার, চারঘাটে ফকরুল ইসলাম এবং তানোরে বিজয়ী হয়েছেন লুৎফর হায়দার রশিদ ময়না।
এছাড়াও জেলার বাঘায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লায়েব উদ্দিন লাভলু ও মোহনপুরে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম।
সবমিলিয়ে নয়টি উপজেলার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত আটটিতেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হলেন।
পবা উপজেলায় আগেই নির্বাচন স্থগিত করা হয়।