স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুরে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙ্গচুরের অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে উপজেলার যুগিশোপালশা ও নামোদর খালী এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার জানায়, নির্বাচনের পরে সাধারণত এই রকম বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে। তবে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই উপজেলায় ঘোড়া প্রতিকে নির্বাচন করেন, মজিদ সরকার। মূলত তার কর্মীদের উপরে ও তাদের বাড়িতে হামলা চালানো হচ্ছে। এছাড়া তাদের বাড়ি ঘেরাও করে রাখা হচ্ছে বলে জানা গেছে।
তবে স্থানীয় প্রশাসন বলছে, সকালে এই ধরনের একটি অভিযোগ আসে। তার প্রেক্ষিতে বর্তমানে উপজেলার নামোদর খালী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এছাড়া মাঠে পুলিশ, র্যাব ও বিজিবি কাজ করছে।