বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুযোর্গ প্রস্ততি দিবস পালিত হয়েছে। “দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুকি ” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও অগ্নী নির্বাপন,ভূমিকম্প থেকে দ্রুত রক্ষার উপর অগ্নী মহড়া অনুষ্ঠিত হয়।
বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের ভুমিকম্প ও অগ্নিকান্ডসহ দূযোর্গ মোকবিলায় বিভিন্ন বিষয়ে সমাধানের কলাকৌশল শিক্ষা প্রদান করেন উপজেলার দয়ারামপুর ফায়ার সার্ভিসের সদস্যগণ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু।উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহাদ আলী প্রমুখ।
এছাড়াও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক/শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।