তথ্যবিবরণী:
বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে আজ পুলিশ লাইনে আরএমপি’র নবনির্মিত পুলিশ লাইন ব্যারাক ভবন ও রাজশাহী জেলার নবনির্মিত নারী পুলিশ ব্যারাক ভবনের উদ্বোধন করেন। এ সময় তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে আইজিপি বলেন, পুলিশের আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জনাব জাবেদ পাটোয়ারি মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার নির্দেশনা প্রদান করেন এবং জনবান্ধব পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করতে বলেন।
রাজশাহী রেঞ্জ ডিআইজি এম খুরশীদ হোসেন, পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. মাসুদুর রহমান ভূঞা, পুলিশ সুপার মো. শহিদুল্লাহসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন ।
উদ্বোধন শেষে আইজিপি নবনির্মিত নারী পুলিশ ব্যারাক ভবন পরিদর্শন করেন।