স্টাফ রিপোর্টার: নিরাপদ সড়কের দাবিতে ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীরা। এ সময় তারা ৮ দফা দাবি জানায় আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। তারা নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।
এ সময় সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। তাদের দাবিগুলো হলো, আবরারের হত্যাকারিকে বিচারের মাধ্যমে ফাঁসি দিতে দেয়া, যাবালেনুর ও সুপ্রভাতের সকাল বাস বন্ধ করা, রাস্তায় রাস্তায় টেকিংপোষ্ট বন্ধ করা, প্রতৌক শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্টপেজ দেয়া, প্রতি বাসে চালকের ছবি ও লাইসেন্স শো করা, ছাত্রদের হাফ ভাড়া নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ পয়েন্টে (কাজলা, মেইগেট ও বিনোদপু) ওভার ব্রিজ নির্মাণ এবং জেব্রা ক্রসিং এর পাশে সিসি ক্যামেরা বসানো।