গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দূর্ঘনায় এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা ২ টার দিকে উপজেলার কাঁকনহাট এলাকায় ট্রলির চাকায় পৃষ্ট হয়ে এক শিশু ঘটনা স্থলেই নিহত হয়।
নিহত শিশু নূর (২) গোদাগাড়ী পৌর এলাকার মহিশাল বাড়ী গ্রামের ফারুকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশু নূর ফুফাত ভাইয়ের সুন্নাতে খাৎনার দাওয়াতে কাঁকনহাট এলাকায় যান। সে সময় রাস্তা পারাপারের সময় বেপরয়া ট্রলি চাপায় শিশুর মৃত্যু হয়।
কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শিশির কুমার কর্মকার বলেন, ঘাতক ট্রলিটি আটক করা হয়েছে । পরিবারের পক্ষ থেকে এখুন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
একটি অপমৃত্যু মামলা দায়ের হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।