বাগাতিপাড়ায় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা

রাজশাহী লীড

বাগাতিপাড়া প্রতিনিধি:
জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন উপলক্ষে জেলার বাগাতিপাড়ায় আগামী ৬ থেকে ১১ এপ্রিল পর্যন্ত উপজেলায় মোট ৩৩ হাজার ৬০৩ জন শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। এতে প্রাথমিক পর্যায়ে ১৮ হাজার ৪০৬ জন এবং মাধ্যমিক পর্যায়ে ১৫ হাজার ১৯৭ শিক্ষার্থীসহ ৫ থেকে ১৬ বয়সী শিশুদের এ ট্যাবলেট খাওয়ানো হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার অনুষ্ঠিত এক অ্যাডভোকেসি সভায় এসব তথ্য জানান হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম সভাপতিত্বে ও পরিসংখ্যানবিদ আরশাদ মাহমুদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ মোহাম্মদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী, বাগাতিপাড়া প্রেসক্লাব সহ-সভাপতি আরিফুল ইসলাম তপু ,“ক্যাব” এর উপজেলা শাখার সভাপতি আব্দুল মজিদ প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *