স্টাফ রিপোর্টার:পরিস্কার-পরিচ্ছন্নতায় নাগরিকদের সচেতন করতে ইমামদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। মেয়র বলেন, শুধু রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে পুরো শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন করা সম্ভব না। এজন্য সব নাগরিকদের সহযোগিতা প্রয়োজন। পরিস্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে নাগরিকদের সচেতন করতে ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর ১ থেকে ১৬ এবং ১৮, ২০, ২২ নং ওয়ার্ডের সকল মসজিদের ইমামদের সাথে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় মেয়র খায়রুজ্জামান লিটন আরো বলেন, প্রতিটি মসজিদে ডাস্টবিন ও ফেস্টুন দেয়া হবে।
তিনি বলেন, আমরা পরিস্কার-পরিচ্ছন্ন নগরী গড়তে বদ্ধপরিকর। নাগরিকদের বুঝানো হচ্ছে। এতে কাজ না হলে পরবর্তীতে কঠোর হতে বাধ্য হবো।
বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে সভায় অন্যদের বক্তব্য দেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক সৈয়দ আমিন উদ্দিন মাহমুদ, উলামা কল্যান পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মোঃ ওমর ফারুক, বিডিক্লিন রাজশাহী বিভাগীয় সমন্বয়ক নাইমুল ইসলাম সাকিব।
এ সময় ১১ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর কাউন্সিলর তৌহিদুল হক, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টুসহ ১৯টি ওয়ার্ডের সকল মসজিদের ইমাম উপস্থিত ছিলেন ।