নাচোল প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ৩ নং নাচোল ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করেছেন নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুস ছালাম। আজ ২ এপ্রিল ২০১৯ খ্রী. রোজ মঙ্গলবার সকাল ১০টায় নাচোল সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে, ইউনিয়ন পরিষদ চত্বরে প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে সংবর্ধনা ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাঃ আব্দুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি, নাচোল সদর ইউপি আ’লীগের সভাপতি গোলাম মোস্তফা সহ স্থানীয় গণমাধ্যম কর্মীগণ।
এরপর ইউপির সদস্যবৃন্দরা নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুস ছালাম কে ফুলের মালা দিয়ে সংবর্ধনা প্রদান করেন। পরিশেষে অতিথিদের সঙ্গে নিয়ে সদর ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল কাশেম নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুস ছালাম কে ইউনিয়ন পরিষদের সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেন।
উক্ত সংবর্ধনা ও দায়িত্ব গ্রহন অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইউপি সদস্য মেসবাউল হক।
উল্লেখ্য, গত ২৮শে ফেব্রুয়ারি ২০১৯খ্রী. নাচোল ৩নং সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আব্দুস ছালাম (নৌকা প্রতীক) ২ হাজার ৯শ’ ৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছিলেন। তিনি মোট ভোট পেয়েছিলেন ৯ হাজার ৩ শত ৭৯। এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র পদপ্রার্থী শফিকুল ইসলাম (আনারস প্রতীক) ৬ হাজার ৩ শত ৯৬ ভোট পেয়েছিলেন।