বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার বিকেলে ওয়াস ব্লকের কাজের উদ্বোধন করেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকিউল ইসলাম। এবং উদ্বোধন শেষে সমসপুর হাফেজিয়া ও ফুরকানিয়া মাদ্রাসা পরিদর্শন করেন। পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার সেখানে হাফেজ পড়ুয়া ছাত্রদের মাঝে ৫০কেজি চাল,১০কেজি গম,৩২টি কম্বল দেন এবং মাদ্রাসার অবোকাঠামোগত উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আঃ সামাদ কায়কোবাদ,অধ্যক্ষ আবু বকর সরকার,সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খোদেজা বেগম সহ সকল কর্মকতা কর্মচারী, সমসপুর হাফেজিয়া মাদ্রাসার প্রধান হাফেজ মাওঃ মোঃ বেলাল হোসেন,সহ সকল সকল কর্মকর্তা কর্মচারী, মাদ্রাসার সেক্রেটারি আলহাজ্ব আশরাফুল ইসলাম ( হেলাল) ক্যাশিয়ার আবুল কালাম,আউচপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহিদ,মাস্টার বাবুল হোসেন,সাবেক ইউপি সদস্য আবজাল হোসেন,সামসুদ্দিন আলী,বকুল উদ্দিন,সাজেদুর রহমান,আকরাম আলী,হাবিবুর রহমান,আশরাফুল ইসলাম প্রমুখ।