বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় সাজাপ্রাপ্ত আসামী যুবলীগ নেতা লাল বাহাদুরকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার বিনোদপুর এলাকার এক মাঠ থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, লাল বাহাদুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও বিনোদপুর গ্রামের আবদুল হাকিম আলীর ছেলে। তার নামে ২০১৪ সালের এক মারামারির ঘটনায় মামলা হয়।
এ মামলায় ২০১৭ সালের ৩ এপ্রিল আদালত তাকে ৬ মাসের সাজা দেন। তারপর থেকে সে পলাতক ছিল। বাঘা থানার এএসআই মাসুদুল ইকবাল ও শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিক্তিতে বিনোপুরের পুরো মাঠ ঘেরাও করে তাকে আটক করে।
বাঘা থানার ওসি মহসীন আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, লাল বাহাদুর একজন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আাসামী। দীর্ঘদিন থেকে সে পলাতক ছিল। অবশেষে তাকে গোপন সংবাদের ভিক্তিতে মাঠ ঘেরাও করে আটক করা হয়েছে।