বাঘা প্রতিনিধি:
জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় (জেডিসি) মেধা তালিকায় বৃত্তি পেয়েছে সানজিদা। উপজেলা সদরে প্রতিষ্ঠিত হযরত শাহ আব্দুল হামিদ দানিশ মন্দ(রহঃ) ফাজিল মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেওয়া ছত্রিশ জন পরীক্ষার্থীর মধ্যে মেধা তালিকায় বৃত্তি পেয়েছে সানজিদা। সে উপজেলার মিলিক বাঘা গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক হাবিবুর রহমানের একমাত্র মেয়ে।
বাবার অসুস্থতার কারণে সংসার ও ছেলে মেয়েদের দেখাশুনা করেন তার মা। মধ্যবিত্ত পরিবারের মেয়ে হিসাবে লেখা পড়ার ফাঁকে সংসারের কাজে মাকেও সহযোগিতা করতে হয় সানজিদা আকতারকে। এর পরেও বৃত্তি পেয়ে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। সে জানায়,শিক্ষক ও বাবা-মা’র অনুপ্রেরণায় তার এ সাফল্য। আগামীতে চিকিৎসক হওয়ার স্বপ্ন তার। এ জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তার পরিবার।