বাগাতিপাড়া প্রতিনিধি:নাটোরের বাগাতিপাড়া থেকে পিতলের একটি লক্ষীমূর্তি আটকের পর প্রেস ব্রিফিং করেছে জেলা পুলিশ। আজ বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এ সময় পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বিভিন্ন ধাতু দিয়ে মূর্তি তৈরী করে স্বর্ণের মূর্তি বলে সাধারণ মানুষের সাথে প্রতারনা করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজার এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে উপজেলার চক গোয়াশ গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে আবু সাঈদের বাড়ী থেকে কাপড়ে মোড়ানে অবস্থায় পিতলের একটি লক্ষীমূর্তি উদ্ধার এবং তাকে আটক করা হয়।