স্বদেশবাণী ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কর্মকর্তা ও কর্মচারীদের করোনাকালে তাঁর ভিডিও কনফারেন্স ও অন্যান্য কাজে সহযোগিতার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন।
আজ পিএমওতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (ডিপিএস) কে এম সাখাওয়াত মুন জানান, পিএমও ও বিটিভির ১৭ জন কর্মকর্তা-কর্মচারীকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বিটিভির ৯ জন ক্যামেরাপারসন এই ১৭ জনের মধ্যে রয়েছেন। প্রধানমন্ত্রীর সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর ডিপিএস হাসান জাহিদ তুষার ও সহকারী প্রেস সচিব মো. আশরাফ সিদ্দিক বিটু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।- বাসস