রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক

রাজশাহী লীড শিক্ষা

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে মনসুর রহমান নামের এক সাবেক শিক্ষার্থীকে ১ বছরের কারাদণ্ড এবং অনাদায়ে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মনসুরের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামে। সে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী এবং নিজাম উদ্দিনের ছেলে।
জানা যায়, মঙ্গলবার সকাল ৮ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ঈসমাইল হোসেন সিরাজী ভবনে বাণিজ্য অনুষদের অধীন অবাণিজ্য গ্রুপ বি-২ এর পরীক্ষা ছিল। আলামিন নামক এক ভর্তিচ্ছু যার রোল-৫৩২৬৫ এর হয়ে ছবি পরিবর্তন করে পরীক্ষা দিতে এসে ভবনের ৪২৫ রুমের ১২ নং সিট থেকে কক্ষ পরিদর্শকের হাতে ধরা পড়ে সে।

মঙ্গলবার সকালে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. রানী খাতুনের ভ্রাম্যমাণ আদালতে ‘পাবলিক পরীক্ষা সমূহ অপরাধ আইন ১৯৮০’র ৩ এর খ নং উপধারা মোতাবেক তাকে এ শাস্তি দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, জানতে পেরে সেখানে উপস্থিত হয়ে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করেছি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *