বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের সুজনপালশা মাঠে শুক্রবার বিকেলে মেয়র ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় যে দুটি দল অংশ গ্রহন করেন তারা হলেন “সারন্দী বন্ধু একাদশ “বনাম ” মন্দিয়াল যতিনগন্জ শাপলা সংঘ ক্লাব”। মন্দিয়াল যতিনগন্জ শাপলা সংঘ” প্রথমে ১২ওভারে ১৫৬ রান করেন, জবাবে মাঠে নেমে “সারন্দী বন্ধু একাদশ “১২ ওভারে ১১১রান করে ৪৫ রানের ব্যবধানে পরাজিত হন। খেলা শেষে প্রথম পুরুষ্কার ১৭ ইন্চি lED ” মন্দিয়াল যতিনগন্জ শাপলা ক্লাবকে” ও দ্বিতীয় পুরুষ্কার একটি মোবাইল ফোন “সারন্দী বন্ধু একাদশ এর মাঝে দেওয়া হয়।
এ খেলায় প্রধান অতিথি ছিলেন তাহেরপুর পৌর আ’লীগের সাধারন সম্পাদক ও তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন (টিপু),বাগমারা উপজেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনিছার রহমান মাস্টার, ৫নং আউচপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম (শহিদ) এছাড়া ও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলতাব হোসেন, প্রভাষক সামসুজ্জোহা, ইট ব্যাবসায়ী মুন্টু, কৃষকলীগ নেতা মোজাহার, ছাত্রলীগ নেতা মাসুদ,মাহফুজ সহ অত্র এলাকার ক্রিকেট ভক্ত দর্শক।
এসময় মেয়রের পক্ষে খেলোয়ারের মাঝে পুরুষ্কার তুলে দেন বাগমারা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন (টিপু) এসময় টিপু বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন এবং সকলকে এই উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখার জন্য আবার ও নৌকায় ভোট চান এবং তিনি আগামী সংসদ নির্বাচনে মেয়র কালামকে নৌকার প্রার্থী হওয়ার জন্য সকলের মাঝে দোয়া ও সমর্থন কামনা করেন এবং এ খেলায় সুজনপালশা শাপলা ক্লাবে মেয়র কালামের পক্ষ থেকে ১০ হাজার টাকা দেন।