বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় বিদ্যুৎ স্পর্শে রাশেদা (১১) নামের চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬-১০-১৮) সকাল ১১টায় মুরগীর ফার্মে সুইচ বোডের বিদ্যুৎ স্পর্শে প্রাণ হারায় রাশেদা। সে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের দিনমজুর আব্দুর রশিদের দ্বিতীয় কণ্যা।
প্রতিবেশি চাচা আশাদুল ইসলাম জানান, তার বড় বোন বিউটি এলাকার তবারক হাজির মুরগীর ফার্মে কাজ করতো। স্কুল ছুটির দিন বোনের সাথে ওই ফার্মে যায় রাশেদা। সেখানে বিদ্যুৎ বোডে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে জ্ঞান হারিয়ে পড়ে যায়। তৎক্ষনিক স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ হিল কাফি বিষয়টি নিশ্চিত করেন।