বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজের পিতা রাকিব সরকার (৫৭) শনিবার (২৭-১০-১৮) রাত ১২টায় কিশোরপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। রোববার বেলা আড়াই টায় কিশোরপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
রাজনৈতিক,সামাজিক সংগঠনসহ শিক্ষক ও এলাকার মানুষ জানাযায় অংশগ্রহন করেন। মরহুমের স্ত্রীর ভাই বাঘা পৌরসভার সাবেক মেয়র ও আ.লীগ নেতা আক্কাছ আলী জানান,তাঁর ৩ ছেলেসহ অসংখ্য গুণীগ্রাহী রেখে গেছেন তিনি।
শোক সপ্তন্তক পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য,পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ।