তথ্যবিবরণী:
আজ বিকাল ৫.৩০ টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম রাজশাহী জেলার অন্তর্গত বাঘা উপজেলার হরিপুর উচ্চ বিদ্যালয়ের নতুন চার তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় হরিপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, আজ বাংলাদেশ বিশ্বে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিমন্ত্রী আরো বলেন, শিক্ষায় ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে গেছে। ছেলেরা বাইরে বেশি সময় নষ্ট করলে ভবিষ্যতে মেয়েরা আরো এগিয়ে যাবে। অথচ একটা সময় ছিল যখন এ অঞ্চলের মেয়েদেরকে স্কুলে পাঠানো হত না।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় হরিপুর উচ্চ বিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ প্রকল্পের আওতায় ভবনটি ২০২০ সালের মধ্যে নির্মাণের লক্ষ্যে ব্যয় ধরা হয়েছে আনুমানিক ৩ কোটি ৫৪ লক্ষ টাকা।
পরে সন্ধ্যা ৭.৩০ টায় প্রতিমন্ত্রী পুঠিয়া উপজেলার শরীফাবাদ মহাবিদ্যালয়ের একটি চার তলা ভবন উদ্বোধন করেন। উদ্বোধন শেষে শরীফাবাদ মহা বিদ্যালয় কর্তৃক নির্মিত আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, আসুন আমরা বাংলাদেশকে উন্নত, আত্মমর্যাদাশীল, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে নেমে পড়ি। এ সময় প্রতিমন্ত্রী রোহিঙ্গা ইস্যূসহ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড উল্লেখ করে বক্তৃতা দেন।
অনুষ্ঠানে বাঘা উপজেলা নির্বাহী অফিসার এবং বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।