বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় বিদ্যুৎ স্পর্শে সুবোদ সরকার (৪৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬-১১-১৮) দুপুর সাড়ে ১২টায় বিদ্যুৎ স্পর্শে প্রাণ হারায় সবোদ। সে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মনিগ্রাম উত্তরপাড়া গ্রামের সুনে সরকারের দ্বিতীয় ছেলে।
প্রতিবেশি দেলোয়ার জানান,আটঘরি গ্রামের ভোলা নাথের শিশু গাছের ডাল কাটছিলো। এ সময় কাটা একটি ডাল বিদ্যুতের মেইন লাইনের উপরে পড়ে। ওই ডালটি নামানোর সময় বিদ্যুৎ স্পর্শে জ্ঞান হারিয়ে পড়ে যায়। তৎক্ষনিক স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সঞ্চয় কুমার বিষয়টি নিশ্চিত করেন।