প্রেস বিজ্ঞপ্তি:
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও বর্তমান পরিষদের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে প্রথম পর্যায়ে রাজশাহী সিটি কর্পোরেশনে কর্মরত সকল কর্মচারীদের ‘ডোপ টেস্ট’ করা হবে।
টেস্টে কেউ মাদকসেবী হিসেবে প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পর্যায়ক্রমে মাদক প্রতিরোধে আরও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সকলের সহযোগীতা কামনা করেছেন।