স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের ঠাপাপাড়ায় কবরস্থানের আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে লাঠির আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, গত শুক্রবার জুম্মার নামাজের পর ওই গ্রামের এরশাদ আলীর সাথে একই গ্রামের আসমাউল হকের সাথে কথাকাটি হয়। এক পযায়ে এরশাদ আলী আসমাউল হকের মাথার লাঠির আঘাত করলে সে গুরুতর হন হন। পরে তাকে জরুরি ভিত্তিতে বেসরকারি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে গত বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
বুধবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় আসমাউল মারা যান। মরদেহ বৃহস্পতিবার তার গ্রামে বাড়িতে নিয়ে আসা হয়।
এ নিয়ে ঘটনার পরদিন কবরস্থান কমিটির সদস্য মজিবুর রহমান মাষ্টার শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানা গেছে।