৭ দিনের মধ্যে ব্যানার-পোস্টার না নামালে ব্যবস্থা : ইসি সচিব

লীড

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, আগামী সাতদিনের মধ্যে সাত দিনের মধ্যে ব্যানারও পোস্টার না নামালে ব্যবস্থা নেয়া হবে। নিজ উদ্যোগে তাদের প্রচারণ সামগ্রী সরিয়ে ফেলতে হবে।

শুক্রবার (৯ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্য্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হেলালুদ্দীন আহমদ বলেন, নির্বাচনী প্রতীক বরাদ্দের আগে কোনো প্রচারণা চালানো যাবে না। আগামী সাতদিনের মধ্যে সকল ধরণের প্রচার সামগ্রী সরিয়ে ফেলতে হবে। এক্ষেত্রে যারা পোস্টার, তোরণ, গেটসহ নানা ধরণের প্রচারণা চালিয়েছে, নিজ উদ্যোগে তাদের প্রচারণ সামগ্রী সরিয়ে ফেলতে হবে। এরই মধ্যে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনারদেরও নির্দেশনা দিয়েছে ইসি।

ইসি সচিব বলেন, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এখন কোনো ধরণের মিছিল, মশাল মিছিল বা শোডাউন করা যাবে না। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী, মিছিল, মশাল মিছিল বা শোডাউন করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে আমরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনারদের নির্দেশনা দিয়েছি।

হেলালুদ্দীন আহমদ বলেন, অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া বিষয়ে তিনি বলেন, আগামী রোববার থেকে সম্ভাব্য প্রার্থীরা অনলাইনে মনোনয়নপত্র জমা দিতে পারবে।

উল্লেখ্য, ২৩ ডিসেম্বরে (বৃহস্পতিবার) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (০৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণার সময় এই তারিখ জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

সিইসি জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ (সোমবার) নভেম্বর। এরপর আগামী ২২ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করবে নির্বাচন কমিশন।

বাছাই শেষে কমিশন যাদের যোগ্য প্রার্থী হিসেবে মনোনীত করবে, তারা ২৯ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। এরপর ২৩ ডিসেম্বর (রোববার) অনুষ্ঠিত হবে ভোট।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *