তানোর প্রতিনিধি : তানোর টু রাজশাহী রোডে গোল্লাপাড়া বাজার (তানোর এন্টারপ্রাইজের সামনে) তরল বিটুমিন বাহি ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নাঈম ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) আনুমানিক সন্ধ্যা ৬ টায় সড়ক দুর্ঘটনায় এই যুবক প্রাণ হারায়।
নাঈম ইসলাম পৌর সদর ৫নং ওয়ার্ড তানোর মহল্লার সাইফুল ইসলামের (৫০) ছেলে।
স্থানিয় ও পুলিশ সুত্রে জানা গেছে, তানোর টু রাজশাহী রোডের গোল্লাপাড়া বাজারস্থ (তানোর এন্টারপ্রাইজের সামনে) তরল বিটুমিন বাহি ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নাঈম ইসলাম (২২) দূর্ঘটনা স্থলেই মারা যায়।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়ে ড্রাইভারসহ ওই তরল বিটুমিন বাহী ড্রাম-ট্রাক ও নিহত নাঈমের মরাদেহ থানা হেফাজত নেওয়া হয়েছে। সুরাতহালের জন্য (রামেক) মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
স্ব.বা/ম