রাজশাহীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মহিলা পরিষদের মানববন্ধন

জাতীয় রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন – এই শ্লোগানকে সামনে রেখে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় সাহেব বাজার জিরো পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়।

স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক অনুসূয়া সরকার। কর্মসূচি পরিচালনা , রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার। আন্যানদের মধ্যে আলোচনা করেন , প্রশিক্ষণ সম্পাদক সেলিনা বানু, , একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব তামিম শিরাজী , একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান উজ্জল, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা নির্বাহী পরিচালক ফয়েজুল্লাহ চৌধুরী, পরিবর্তন এর নির্বাহী পরিচালক রাশেদ রিপন, মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, রাজশাহী বিভাগীয় কমিটির সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাসান খন্দকার, প্রমূখ।

এই কর্মসূচিতে বক্তারা বলেন, সাম্প্রদায়িকতা রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ের সাথে ধর্মের কোন সম্পর্ক নেই । সবাইকে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সামাজিক সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে । প্রকৃত মুসলমান প্রকৃত হিন্দুরা কেউই উগ্রবাদী নন । এক ধরনের গোষ্ঠী, ধর্মকে পুঁজি করে রাজনীতি কিংবা ব্যক্তিগত স্বার্থে সংখ্যালঘুদের ওপর হামলা করে। এই গোষ্ঠীকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশের জনগণ প্রত্যেকটা ধর্মের মানুষ । মানুষকে মানুষ হতে হবে । মানবিক গুণাবলী থাকতে হবে । আমাদের বাংলাদেশের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হল অসাম্প্রদায়িকতা।

এ সভায় বিভিন্ন পাড়া কমিটি কর্মীর ও অন্যান্য সমমনা সংগঠন , শুভানুধ্যায়ী প্রায় ১০০ জন নারী – পুরুষ উপস্থিত ছিলেন।

স্ব.বা/ম

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *