মহান বিজয় দিবসে জাতীয় জাদুঘরে নানা বয়সী মানুষের ভিড়

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: মহান বিজয় দিবসে জাতীয় জাদুঘরে শিশু থেকে শুরু করে তরুণ-তরুণী, বৃদ্ধসহ নানা বয়সী মানুষের ভিড় জমেছে। দুপুরের পর থেকেই জাদুঘরে ঘুরতে আসা মানুষের ভিড় লক্ষ্য করা যায়। তাদের অনেকেই দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে টিকিট কাটেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এই চিত্র দেখা গেছে।

করোনা পরবর্তী সময়ে মানুষ আবার স্বাভাবিক অবস্থায় পরিবার পরিজন নিয়ে ছুটির দিনসহ বিভিন্ন দিবসে ঘুরতে বের হচ্ছেন। বিজয় দিবসে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে দেখা যায় ঘুরতে আসা শতাধিক মানুষ টিকিটের লাইনে আছেন। এ সময় মিরপুর থেকে আসা ফয়সাল আহমেদ বলেন, স্ত্রী ও ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। জাদুঘরে কী কী আছে তা দেখানোর জন্যই ছেলেকে এখানে নিয়ে আসলাম।

মুন্সিগঞ্জ থেকে আসা কবির খান বলেন, বিজয় দিবসে ঢাকায় নানা আয়োজন থাকে। বিভিন্ন জায়গা দেখার জন্যই আজ ঢাকায় এসেছি। সকাল থেকে বেশ কয়েকটা জায়গায় ঘুরেছি। বিকেলে জাদুঘর দেখতে আসলাম। জাদুঘরে আজ অনেক ভিড়। অনেক বড় লাইন হয়ে গেছে। এখন টিকিটের জন্য অপেক্ষা করছি।

বিভিন্ন বয়সের লোকজনের পাশাপাশি বিজয় দিবসের দিনে জাদুঘরে শিশুদেরও ভিড় দেখা গেছে। পুরান ঢাকার আজিমপুর থেকে বাবা-মায়ের সঙ্গে জাদুঘর দেখতে আসা ফারিহা তাসনিম জানায়, ঘুরতে আসছি। জাদুঘর দেখবো। তৌসিফ নামের অপর এক শিশু জানায়, বিজয় দিবসে বিভিন্ন জায়গায় ঘুরেছি। ঘুরে ভালো লাগছে। জাদুঘরে মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় দেখবো।

স্ব.বারু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *