লিটন-তামিমের উইকেট বিসর্জন, চাপে বাংলাদেশ

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক: ১৮ বলের বেশি যেতে পারেনি ওপেনিং জুটি। চট্টগ্রামে হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। স্যাম কারানের বল ক্যাচ দিয়ে লিটন তামিম দুজনই বিদায় নিয়েছেন।

বাঁহাতি এই পেসারের লেগ স্টাম্পের বলে ফ্লিক করেছিলেন তামিম। বাংলাদেশ অধিনায়ক ভেবেছিলেন লেগ দিয়ে বাউন্ডারির দিকে যাবে বল। কিন্তু তাকে চমকে দিয়ে অনেকটা সোজা হয়ে এসে লাগে ব্যাটের কানায়, ক্যাচ ওঠে যায় পয়েন্টে! সেখানে কোনো ভুল করেননি জেমস ভিন্স। ৬ বলে এক চারে ১১ রানের বেশি করতে পারেননি তামিম।

এর আগে লিটন দাস তিন বল মোকাবিলা করেই প্যাভিলিয়নের পথ ধরেন। ক্যারিয়ারে প্রথমবার টানা দুই ম্যাচে আউট হলেন শূন্য রানে।

স্যাম কারানের অফ স্টাম্পের বাইরে পড়ে বেরিয়ে যাওয়া বল অনায়াসে ছেড়ে দিতে পারতেন ডানহাতি ওপেনার। সেটি না করে শরীরের অনেক বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টা করেন। তাতে সফল হননি। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে কিপার জস বাটলারের গ্লাভসে।

দ্বিতীয় ওয়ানডেতেও কারানের বলে প্রথম ওভারে ফিরেছিলেন লিটন। সেবার পেয়েছিলেন গোল্ডেন ডাকের তেতো স্বাদ। এবার টিকলেন তিন বল।

ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিক। তারা দলতে চাপমুক্ত করতে পারেন কিনা সেটিই দেখার বিষয়। বেলা সাড়ে ১২টায় এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ ২৭ রানে ব্যাট করছে। ৭ ওভারের খেলা শেষ।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিক রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রæব, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজলু ইসলাম ও এবাদত হোসেন।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *