নওগাঁয় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ আহত ২

বিশেষ সংবাদ রাজশাহী লীড
নওগাঁ সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৪ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরো ২ জন গুরুতর আহত অবস্থায় নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আজ সোমবার দুপুর সোয়া একটায় নওগাঁ – রাজশাহী মহাসড়কের হাট চকগৌড়ি – বাগাচারার মাঝামাঝি এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার নওহাটা মোড়ের দিক হতে যাত্রী বোঝায় একটি সিএনজি নওগাঁ অভিমুখে আসছিল। সিএনজিটি হাট চকগৌড়ি – বাগাচারার মাঝামাঝি পৌছালে বিপরীত দিক হতে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনা স্থলেই সিএনজির ড্রাইভারসহ ৪ জন নিহত হয়। নিহতরা হলেন, সিএনজি চালক নওগাঁ সদর উপজেলার চকপাথুরিয়া গ্রামের মৃত- গাজী সরদারের ছেলে পাপ্পু সরদার (৫০), সিরাজগঞ্জের খোকসাবাড়ী এলাকার আনিছুর রহমানের ছেলে রকিবুল হাসান (২১) ও একই এলাকার সালামের ছেলে নাজমুল (২১)। নিহত অপর একজনের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার দেবব্রত পাল জয় জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ দুর্ঘটনার স্থানে পৌছে হতাহতদের উদ্ধার করে নিহত ৪ জনের মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আহত দুজনের চিকিৎসা চলছে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *