গম্ভীরার মাধ্যমে মোড়ে মোড়ে প্রচারণা চলছে কাউন্সিলর আনারের ঘুড়ি প্রতিকের পক্ষে 

বিনোদন রাজশাহী

স্টাফ রিপোর্টর: আসন্ন রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে বিভিন্ন মাধ্যমে ঘুড়ি প্রতিকে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন জনপ্রিয় কাউন্সিলর আনোয়ার হোসেন আনার। এরই অংশ হিসেবে ১৪ নং ওয়ার্ডের বিভিন্ন মোড়ে মোড়ে জনপ্রিয় গোম্ভিরা গানের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন তিনি।

আজ ১৭ জুন বিকেলে নগরীর তেরখাদিয়া স্টেডিয়ামের মোড়ে গোম্ভিরা দল ঘুড়ি প্রতিকের পক্ষে গানে গানে ছন্দ কথায় কাউন্সিলর আনারকে বিজয়ী করতে আহবান জানান গোম্ভিরা দল। সন্ধ্যার পর ডাবতলা মোড়ে গোম্ভিরা প্রদর্শন করা হয়। এরপর বাদ এশা তেরখাদিয়া মোড়ে আরও একটি গোম্ভিরা অনুষ্ঠিত হবে বলে যানা গেছে।

জনপ্রিয় গোম্ভিরা অনুষ্ঠান দেখতে রাস্তার ধারে জনসাধারণ ভিড় করে। এসময় উপস্থিত সকলের নিকট কাউন্সিলর আনোয়ার হোসেন আনারকে বিজয়ী করতে ঘুড়ি প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *