বাঘা (রাজশাহী) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা অনূর্ধ্ব-১২) এর ফাইনাল খেলায় চকছাতারি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জয়লাভ করে বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক )। বলিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে জয়লাভ করে চক আমোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়( বালিকা)। খেলা পরিচালনা করেন মাহাবুল ইসলাম সুমন।
মঙ্গলবার(২৫ জুলাই) বিকেলে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে, বাঘা পৌর মেয়র আক্কাছ আলীর সভাপতিত্বে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.লায়েব উদ্দীন লাভলু। বিশেষ অতিথি ছিলেন,ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী,উপজেলা শিক্ষা অফিসার মীর মামুনুর রহমান, সহকারি শিক্ষা অফিসার ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আব্দুল জলিল,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ইকবাল হোসেন,বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি আনজারুল ইসলাম, বাঘা পৌর সভার প্যানেল মেয়র-১ মাজেদুর রহমান। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।
আয়োজক কমিটি সুত্রে জানা যায়,বাঘা পৌরসভার অর্ন্তভ’ক্ত ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এ খেলায় অংশগ্রহন করে। ২৯ মে’২৩ খেলা শুরু হয়। পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান,পৌরসভার ১৩ টি বিদ্যালয়ের বালক-বালিকাদের মধ্যে জার্সি বিতরণ করেছেন পৌর মেয়র আক্কাছ আলী।